রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০২:৫৭ পূর্বাহ্ন
ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী লক্ষীচাপ ইউনিয়নে ২০১৯ সালের বন্যায় খতিগ্রস্থ পরিবার মাঝে ন্যাজারিন মিশন রিলিফ বিতরন করেছে।
গত মঙ্গলবার লক্ষীচাপ ইউনিয়ন পরিষদ ভবনে ন্যাজারীন মিশনের সহযোগিতায় নীলফামারী এরিয়ার কনভেনর রেবতী চন্দ্র রায় নেতৃত্বে রিলিফ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী উপজেলা নির্বাহী অফিসার এলিনা আক্তার লক্ষীচাপ ইউনিয়নের চেয়ারম্যান জনাব আমিনুর রহমান, ন্যাজারিন মিশনের নর্থ ডিষ্ট্রিকের ডি.এস জেমস বাড়ই, ঢাকা অফিসের ফাইন্যাস কোÑঅর্ডিনেটর রুবেন হিড়া, প্রোগ্রাম ম্যানেজার স্টিভকস্টা , ন্যাজারিন মিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা গন। উপকার ভোগীদের মাঝে ১০ কেজি চাল , সয়াবিন তেল ২লিটার , মসুর ডাল ২কেজি , স্যালাইন ১০ পিচ , ১০ পিচ পানি বিশুদ্ধকরণ ট্যবলেট , আলু ২কেজি করে প্রদান করা হয় । মোট ১৭৫০টি পরিবারের মাঝে এ রিলিফ বিতরন করা হয়।