সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৩:০৯ পূর্বাহ্ন
উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি■ (৭,নভেম্বর) ২৭৪: \ কামাল প্রতাপ গ্রামের উন্নয়নের দ্বায়িত্ব নেওয়ায় নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কামাল প্রতাপ এস জে ইউনিয়ন ইনষ্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শিক্ষকমন্ডলী বঙ্গবন্ধুর আত্বীয় কাজী হাফিজুল করিম শিল্পি ও বাশঁগ্রাম ইউনিয়ন পরিষদ। আজ জেলা প্রশাসকের কার্য্যালয়ে জেলা প্রশাসক আনজুমান আরাকে ফুলের শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন বাশঁগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, এ সময় আরো উপস্থিত ছিলেন কামাল প্রতাপ এস জে ইউনিয়ন ইনষ্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এস এম রেজাউল করিম টুলু প্রধান শিক্ষক কুমার বিশ্বজিত. সহকারী প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন.সহকারী শিক্ষক (ইংরেজি) মোছাঃ ইয়াছমিন নাহার. সহকারী শিক্ষক (বাংলা) মোছাঃ শাহানাজ বেগম. সহকারী শিক্ষক(আইসিটি) এস এম শামিমুর রহমান.সহকারী শিক্ষক(গনিত) মোঃ শাহিনুল ইসলাম. সহকারী শিক্ষক(মুসলিম ধর্ম) আঃ হাই মুন্সি. সহকারী শিক্ষক (হিন্দু ধর্ম) বিচিত্রা রানী সরকার. সহকারী শিক্ষক (কৃষি) বিজন বিশ্বাস. সহকারী শিক্ষক (শরীর চর্চা) শারমিনা মজুমদার. সহকারী শিক্ষক মোঃ জাকির হোসেন.চতুর্থ শ্রেনীর কর্মচারী মোঃ আনোয়ার হোসেন মল্লিক। বঙ্গবন্ধুর আত্বীয় কাজী হাফিজুল করিম শিল্পি তার দাদীকে দেখতে যাওয়া প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবি উপহার দেন জেলা প্রশাসক আনজুমান আরা কে। এ সময়ে জেলা প্রশাসক আনজুমান আরা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালনের অংশ হিসাবে এলজিইডির নির্বাহী প্রকৌশলী বিধান চন্দ্র সমাদ্দারকে মুঠোফোনে কামাল প্রতাপ স্কুলে যাওয়ার রাস্তা কিভাবে করা যায় সেটা সরেজমিনে দেখতে বলেন। এলজিইডির নির্বাহী প্রকৌশলী বিধান চন্দ্র সমাদ্দার জেলা প্রশাসক আনজুমান আরা মহোদয়ের অনুরোধে আগামীকাল সরেজমিনে প্রদর্শন করতে যাবেন বলে এ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন। উল্লেখ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফুফু বাড়ি নড়াইলের কামাল প্রতাপ গ্রামে আসা যাওয়া ছিল। কিন্তু বর্তমানে দেখা যায় সেই কামাল প্রতাপ গ্রামে যাওয়ার জন্য তিন দিকের রাস্তাই এখনো কাচা এবং কিছু অংশ ইটের সলিং যার অবস্থা ও বেহাল। নড়াইলের জেলা প্রশাসক আনজুমানারা বেগম সেই কামাল প্রতাপ গ্রামের উন্নয়নের দায়িত্ব নিয়েছেন। তিনি সাংবাদিকদের জানান, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালনের জন্য জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।