সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৯:২৮ পূর্বাহ্ন
উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি■ বুধবার(৬,নভেম্বর) ২৭৪: \ তার পরিবার ও প্রতিবেশীর অবস্হান জানতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেলার পাঁচুড়িয়া গ্রামে যাই। ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকাররম হোসেন বলেন আপনারা সবাই এই অসহায় মেয়েটির একটু খেয়াল রাখলে আপনাদেরই ভাল হবে, আর যদি কেউ তাদের মানষিক ভাবে কষ্টজনক কথাবাত্রা বলে মানুষিক নির্যাতন করেন তাহলে আমাকে জানালে ব্যাবস্হা নিব। আমাদের উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, মেয়ের মা সাফিয়া খানম বলেন মেয়েকে ফিরে পেয়ে আনন্দতি তবে প্রশাসন যদি একটু সাহায্য সহায়তা করেন তাহলে আমি তিন মেয়েকে নিয়ে কোন রকমে চলতে পারব। তিনি সরকারের সাহায়্য কামনা করেন। আর আমি এই দায়ব্ধতা থেকে তাদের কি ভাবে মানুষিক ভাবে সাহায্য সহায়তা করা যায় সে বিষয়টি মাথায় রেখে সামাজিক বস্ধন তৈরির জন্য তার বাড়িতে এই সম্পীতির আয়োজন করতে পেরে মণে হল বিথি আকতার কে শুধু ভারত থেকে ফেরৎ এনেই আমি আমার দায়িত্ব শেষ হয়ে যায়নি তাদের নিরাপত্তা এবং সার্বিক সাহায্য করা সবারই উচিৎ বলে মনে করি। তবে একসপ্তাহ গত হলেও প্রশাসনের বা সামাজিক ভাবে কেউ তাদের পরিবারকে দেখতে বা সহায়তার হাত বাড়ায়নি বলে জানান বিথির বড়বোন ববিতা খানম। আমি আশা করছি স্হানিয় প্রশাসন,সমাজ কর্মি এবং এনজিও কর্মিরা বিথি আকতারের পাশে দাড়াবেন।মানবতার জয় হোক,আর তাহলেই বিথি আকতারের মত আরো যারা পাচারের শিকার হয়ে মানবেতর জীবনে আছেন তাদেরও দেশে ফিরিয়ে আনতে আমার চেষ্টা অব্যহত রাখতে সাহস যোগাবে। আমার ব্যক্তিগত পক্ষথেকে সামান্য উপহার অতিথিদের মাধ্যমে বিথির পরিবারের হাতে তুলে দেওয়া হয়।