উজ্জ্বল রায় (নিজস্ব প্রতিবেদক) নড়াইল॥
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার পহরডাঙ্গা
ইউনিয়নের বল্লাহাটি গ্রামে দু’পক্ষের সংঘর্ষে আলী খান (৪০) নামে এক
ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। উজ্জ্বল রায় (নিজস্ব প্রতিবেদক) নড়াইল জানান, আঠারোবেকি নদীর চর দখলকে
কেন্দ্র করে এ সংঘষের্র ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়।প্রতিপক্ষ আজিজুল
ঠাকুরের লোকজন আলীকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।নিহত আলী
খান বল্লাহাটি গ্রামের ওসমান খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার আটারোবেকি নদীর চর দখল
নিয়ে বল্লাহাটি গ্রামের আজিজুল ঠাকুরের সঙ্গে একই গ্রামের ওসমান খার ছেলে
আলী খার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে
আজিজুল ঠাকুর ও তার সমর্থকরা বিরোধীয় চরটি দখল নিতে গেলে উভয় পক্ষের
মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে আলী খা (৪০), নাসির খা (৫৫), শানাল খা (৩৮),
জহুর মোল্যা (৬০) ও আজিজুল ঠাকুরসহ (৪২) কমপক্ষে ১০ জন আহত হন। গুরুতর
আহত আলী খানকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেল
সাড়ে ৫ টার দিকে তিনি মারা যান
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খানম জানান, আলী খা
হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।ঘটনাস্থলে
অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উজ্জ্বল রায় (নিজস্ব প্রতিবেদক) নড়াইল॥