শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৬:৫৯ অপরাহ্ন
উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি■ বুধবার(৬,নভেম্বর) ২৭৪: নড়াইলে আট দিনব্যাপী হিন্দু ধর্মালম্বীদের কাত্যায়নী পূঁজা জমে উঠেছে। পূঁজা-অর্চনা, ঢাক-ঢোলের শব্দ আর আনন্দ-বিনোদন মধ্য দিয়ে কাত্যায়নী পূঁজা চলছে। এ উপলক্ষ্যে নড়াইল সদরের মাইজপাড়া বাজার এলাকায় উড়ানী-মাইজপাড়া সার্বজনীন কাত্যায়নী পূঁজা মন্ডপ চত্বরে জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে পূঁজা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, প্রতিদিন সন্ধ্যা থেকে রাত অবধি হিন্দু ধর্মালম্বীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মন্দির কমিটির সভাপতি বলেন, ২৫ বছর ধরে উড়ানী-মাইজপাড়া সার্বজনীন পূজা মন্ডপ চত্বরে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২ নভেম্বর শনিবার থেকে পূঁজা শুরু হয়েছে। শেষ হবে আগামি ৯ তারিখে। কাত্যায়নী পূঁজা উপলক্ষ্যে মাইজপাড়াসহ বিভিন্ন স্থানে মেলা বসেছে। রাতে উড়ানী-মাইজপাড়া সার্বজনীন কাত্যায়নী পূজা মন্ডপ চত্বরে মন্দিরের সভাপতি বিশ্বজিত দাসসহ বিভিন্ন পেশার মানুষ। নড়াইল জেলা পূজা উদযাপন পর্ষদের সভাপতি অশোক কুন্ডু জানান, এ বছর জেলায় ৫৮টি মন্ডপে শান্তিপূর্ণ ভাবে কাত্যায়নী পূঁজা অনুষ্ঠিত হচ্ছে।