মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৭:৩৬ অপরাহ্ন
উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি■ রবিবার (২৪, নভেম্বর) ২৭৪: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নড়াইল জেলার কালিয়া থানা, কালিয়া পৌরসভা, ও নড়াগাতী থানা শাখার কর্মীসভা। তিনটি কমিটির আহ্বায়ক কমিটি গঠন করার কথা থাকলেও কালিয়া থানা কমিটির মেয়াদ শেষ না হওয়ায় আরও ১১ মাস অপেক্ষা করতে হবে কালিয়া থানা কমিটি গঠনের জন্য। আন্দোলন সংগ্রামে মাঠের নেতারাই পদ পাবেন বলে জানিয়েছেন, কেন্দ্রীয় নেতা ও নড়াইল জেলা বি, এন, পির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। অপরদিকে, সকাল ১০টায় লোহাগড়া সরকারি কলেজ সংলগ্ন কমিউনিটি সেন্টারে দলীয় সূত্রে জানা গেছে, দলের উপজেলা শাখার সভাপতি জি,এম নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মীসভা শুরু হয়। অনুষ্ঠানে নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ^াস জাহাঙ্গীর আলম প্রধান অতিথি, সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ মনিরুল ইসলাম প্রধান বক্তা, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, সাংগঠনিক সম্পাদক এস,এম ফেরদৌস রহমান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শরীফ কাসাফুদ্দৌজা কাফী বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান(জামান), যুগ্ম সাধারণ সম্পাদক টিপু সুলতান, বিএনপি নেতা এসএম শাহীন বিপ্লব, মোল্যা নজরুল ইসলাম,আব্দুস সবুর সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মীসভায় ১২ ইউনিয়নের সভাপতি-সম্পাদকসহ (সুপার ফাইভ) ৬০ জন প্রতিনিধির অন্তত ৫০জনই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে সদস্য সচিব হিসাবে মোঃ টিপু সুলতান কে সমর্থন দেন। জেলা বিএনপির সভাপতি তার বক্তব্যে বলেন, কর্মী সম্মেলনের মাধ্যমে বিএনপির লোহাগড়া উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন করার সিদ্দান্ত নেয়া হয়েছে। ওই আহ্বায়ক কমিটি ১২ ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড কমিটি নতুন করে গঠন করবার পরে ভোটে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। তিনি জানান, সৎ ও দলের নিবেদিত প্রাণ নেতা-কর্মীই নেতৃত্বে আসবে। কর্মীসভা কে ঘিরে দলের নেতা-কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দিপনার সৃষ্টি হয়। সর্বশেষ ২০০৮ সালে বিএনপির লোহাগড়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।