jahir
- ৩০ এপ্রিল, ২০২০ / ৫৪ জন দেখেছেন
উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইল জেলার করোনা ভাইরাসের নমুনা ল্যাবে পাঠালেই রেজাল্ট পেন্ডিং,সাস্থ্যকর্মি”রা আতংকে রয়েছে।
নড়াইল জেলায় সাত চিকিৎসকসহ মোট আক্রান্ত ১৩জন।
এ দিকে পর্যাপ্ত কীট সরবরাহ না থাকায় চাহিদার তুলনায় কোভিট-১৯ নমুনা সংগ্রহ ব্যবহত হচ্ছে।
ফলে অনেকেই করোনার লক্ষণ নিয়ে হাসপাতালে গেলেও তাদের নমুনা সংগ্রহ না করেই ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে জানা যায়। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, বিষয়টি নিশ্চিত করে নড়াইল সিভিল সার্জন ডা. মো. আব্দুল মোমেন জানান,কীট সল্পতার কারনে কোভিট-১৯ নমুনা সংগ্রহে সীমাবদ্ধতা রয়েছে। গতকাল নড়াইলের জেলা প্রশাসকের নমুনাসহ ৬৬ জনের নমুনা খুলনা পাঠানো হয়েছে,আজ সে রিপোর্ট পেন্ডিং দেখানো হয়েছে।
আগে যশোর পাঠিয়েছি সেকানেও পেন্ডিং, গতকাল থেকে খুলনা পাঠিয়েছি সেখানেও পেন্ডিং।
এদিকে নড়াইল জেলার সাস্থ্যকর্মি”রা সহ লোহাগড়া থানার এক দল তরুন অফিসার মানব কল্যানে নিরালস ভাবে কাজ করে যাচ্ছে।
তারা এ পর্যন্ত দুই বার করোনার নমুনা দিয়েছে রিপোর্ট পেন্ডিং দেখানো হয়েছে।
এসব অফিসারগণ এখন আতঙ্কে আছে,নমুনা পরীক্ষাই যদি না করাতে পারি তা হলে আমরা অসুস্থ্য হলে আমাদের চিকিৎসা হবে কি ভাবে।উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি।