শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৪:৫৩ অপরাহ্ন
উজ্জ্বল রায় নড়াইল করেসপন্ডেন্ট■: (৫,ই সেপ্টেম্বর) ২৭৪: নড়াইল ১ আসনের আওয়ামী লীগ মনোনিত সংসদ সদস্য কবিরুল হক মুক্তি হাইব্রিড নেতাকর্মীদের আওয়ামী লীগে কোন স্থান নেই বলে মন্তব্য করেছেন। গতকাল নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ ৫ নং ওয়ার্ড কমিটির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, এ সময় কবিরুল হক মুক্তি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগকে শক্তিশালি করতে হলে তৃণমূলেন নেতৃবৃন্দদের শক্তিশালি হতে হবে। দলে কোন হাইব্রিড নেতাকর্মীদের স্থান দেওয়া হবে না। এ সময় তিনি সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন, নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, নড়াইলের নড়াগাতি থানা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ ফোরকান, নড়াইলের নড়াগাতি থানা যুবলীগের যুগ্ন আহবায়ক হাপিজুর রহমান দিপু, থানা কৃষক লীগের সভাপতি মোল্লা আবুল হাচনাত, নড়াইলের কলাবাড়িয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। এ সময় মোঃ শের আলী কে সভাপতি এবং মোঃ জাহিদুল কাজীকে সাধারন সম্পাদক করে বাংলাদেশ আওয়ামী লীগ এর নড়াইলের কলাবাড়িয়া ইউনিয়ন ৫ নং ওয়ার্ড কমিটি ঘোষনা করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা