সোমবার, ১২ এপ্রিল ২০২১, ০৮:৫১ পূর্বাহ্ন
———————————————————- ইসলামে সাংবাদিকতা একটি মহান দায়িত্ব ও আমানত হিসেবে পরিগনিত হয়ে থাকে।অর্থাৎ যেকোনো তথ্য ও সংবাদকে বস্তুনিষ্ঠ ভাবে গণমাধ্যমে তুলে ধরা। কোনো সংবাদকে আংশিক অথবা পুরোপুরি পরিবর্তন করা ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে। আল্লাহতায়ালা পবিত্র কুরআন শরীফে এরশাদ করে বলেন, হে ঈমানদার! আল্লাহকে ভয় কর এবং সঠিক কথা বলো।(সূরা আহযাব- আয়াত ৭০)। বিশ্বনবী মোহাম্মদ (সাঃ) বলেন, যা শুনবে তা-ই যাচাই করা ব্যতীত প্রচার করা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট (মুসলিম শরিফ)। ব্যক্তি স্বার্থ,দলীয় স্বার্থ অথবা নিজস্ব চিন্তা চেতনা বিরুধী হওয়ায় অনেকে প্রাপ্ত তথ্য গোপন করে থাকে। এমন গর্হীত কাজ ইসলাম সমর্থন করে না।ব্যক্তি স্বার্থে কাউকে দোষারোপ করা অন্যায়। সত্য প্রকাশে আপোষহীনতা ই আদর্শ সাংবাদিকদের মৌলিক বৈশিষ্ট্য। পক্ষপাতদুষ্ট সংবাদ বর্জন এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশন সাংবাদিক সমাজের অন্যতম দায়িত্ব ও কর্তব্য। একজন মুসলিম সাংবাদিক ইসলামী বিধানের আলোকে সংবাদ কার্যক্রম পরিচালনা করলে তা এবাদতে পরিগনিত হয়ে যায় এবং পরকালের জীবনে নাজাতের মাধ্যম হবে ইনশাআল্লাহ। মুফতী মোহাম্মদ এনামুল হাসান যুগ্ম সম্পাদক ইসলামী ঐক্যজোট ব্রাক্ষণবাড়ীয়া জেলা ০২/০৪/২০২১ শুক্রবার।