শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৩:০৭ অপরাহ্ন
শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পতœীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০১৯ উপলক্ষে শুক্রবার পতœীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্রে হেক্স/ইপার, সুইজারল্যান্ড এবং এনএনএমসি’র সহযোগীতায় পল্লী সহযোগী বিষয়ক সংস্থা (আরকো) নওগাঁর আয়োজনে জেলার বিভিন্ন উপজেলার দলিত এবং আদিবাসী জনগোষ্ঠীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আরকো’র নির্বাহী পরিচালক সজল কুমার চৌধুরীর সভাপতিত্বে ও প্রজেক্ট অফিসার নওরীন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ নওগাঁর একেএম শহীদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জজ কোর্টের পিপি আব্দুল খালেক, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত লিগ্যাল এইড কর্মকর্তা নওগাঁর তাজ-উল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকার, পতœীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ তৌফিক আহম্মেদ, হেক্স/ইপার ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর আবুল হাসনাত, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, দলিত ও আদিবাসী বিষয়ক জেলা প্লাটফরম নওগাঁর সভাপতি ডি.এম আব্দুল বারী, আরকো’র প্রজেক্ট পরিচালক শুক্লা মুখার্জি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পতœীতলা প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক আলহাজ্ব বুলবুল চৌধুরী, এনএনএমসি কো-অর্ডিনেটর, সমমনা এনজিও ব্রতি, বিএসডিও প্রতিনিধি, আদিবাসী পরিষদ নওগাঁ জেলার দলিত আদিবাসী প্রতিনিধিবৃন্দ প্রমূখ।
অনুষ্ঠানে দলিত এবং আদিবাসীদের মানবাধিকারের বিভিন্ন দিক নিয়ে বিশেষ করে দলিত এবং আদিবাসীদের ভূমি ও অন্যান্য সমস্যা এবং এতদসংক্রান্ত বিষয়ে মামলা ও এর অগ্রগতি, নিয়মকানুন বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।