বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ১০:১৫ পূর্বাহ্ন
শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পতœীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ পতœীতলা উপজেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি ইছাহাক হোসেনের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বুধবার বিকেল ৪টায় নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত দলীয় কার্যলয়ের সামনে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরীর সভাপত্বিতে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নওগাঁ-২ (পতœীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ বাদল, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমিনুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবীর চৌধুরী বাবু সহ দলীয় অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীবৃন্দ প্রমূখ।
সভায় ইছাহাক হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।