শনিবার, ০৬ মার্চ ২০২১, ১০:১০ পূর্বাহ্ন
শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পতœীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজ কল্যান মন্ত্রনালয় সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে পতœীতলায় গতকাল বৃহস্পতিবার ২৮তম আন্তজাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধি দিবস/১৯ উপলক্ষে এক র্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
“অভিগম্য আগামীর পথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা সমাজসেবা অফিসার সুলতান আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌফিক আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পতœীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, পতœীতলা থানার অফিসার্স ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা সোলেমান আলী, উপজেলা একাডেমীক সুপারভাইজার মোরশেদুল ইসলাম।
সমাজ সেবা অধিদপ্তরের রেজাউল করিম চৌধুরী জিন্নুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিবন্ধি প্রদিনিধি মমতাজ পারভিন। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা আঁখি আক্তার, সাংবাদিক দিলিপ চৌহান, শাহিনুর ইসলাম সহ শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, ছাত্রী, অভিভাবক, সূধীজন প্রমূখ। আলোচনা সভা শেষে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের নিয়ে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।