Home / সারাদেশ / পদ্মায় নৌকাডুবিতে পাঁচ দিনমজুর নিখোঁজ

পদ্মায় নৌকাডুবিতে পাঁচ দিনমজুর নিখোঁজ

ফরিদপুরে পদ্মা নদীতে শুক্রবার সকালে নৌকা ডুবিতে পাঁচজন দিনমজুর নিখোঁজ রয়েছেন। তারা বাদাম তুলতে পদ্মার চরে যাচ্ছিলেন বলে জানা গেছে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন সদরপুরের শহীদ মিয়া, রুবেল হোসেন এবং চুয়াডাঙ্গার শাহাবুল, শিলন মিয়া ও আব্দুর রাজ্জাক। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

সদরপুরের ইএনও পূরবী গোলদার জানান, সকালে উপজেলার নওয়াব মোল্লার ঘাট থেকে চরনাছিরপুর ইউপির বাদাম তুলতে যাচ্ছিলেন পাঁচজন দিনমজুর। এসময় হঠাৎ প্রচণ্ড বাতাসে ছোটো ইঞ্জিন চালিত নৌকাটি পদ্মা নদীতে ডুবে যায়। এ সময় নৌকার চালক সাতার কেটে নদীর তীরে পৌঁছাতে পারলেও অন্যদের সন্ধান মিলেনি। স্থানীয় পর্যায়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। ঢাকা থেকে ডুবুরিরা না আসলে তাদের সন্ধান পাওয়া কষ্টকর হবে।

ঘটনার প্রত্যক্ষদর্শী নৌকার চালক সাবিক মোল্লা জানান, ইঞ্জিনচালিত নৌকাটি চলার সময় হঠাৎ করে নদীতে প্রচুর ঢেউ উঠে। একদিকে স্রোত অন্যদিকে বাতাসের গতি বেড়ে যাওয়ায় নৌকা নিয়ন্ত্রণ করা যায়নি।

নিউজটি লাইক দিন ও আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

About jahir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

নড়াইলের লোহাগড়ায় করোনা উপসর্গে পুলিশ কর্মকর্তার মৃত্যু

নড়াইলের লোহাগড়ায় করোনা উপসর্গে পুলিশ কর্মকর্তার মৃত্যু  উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ায় করোনা ...