রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ১০:৪১ পূর্বাহ্ন
মো. সুমন মৃধা দুমকি (পটুয়াখালী) প্রতনিধি\ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রীদের কৃষি বিষয় গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী কাল শনিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক (অ: দা:) ড. মোহাম্মদ কামরুল ইসলাম জানান, কৃষি বিষয়ক সাতটি বিশ^বিদ্যালয়ের সমন্বিত কৃষি বিশ^বিদ্যালয় ভর্তি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। পবিপ্রবি ক্যাম্পাসে প্রায় ৪ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করবেন। দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত সমন্বিত পরীক্ষার বিষয়টি নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়।