শনিবার, ০৬ মার্চ ২০২১, ১১:০৫ পূর্বাহ্ন
সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমে ১৭৪ রানে ভারতকে আটকে দিয়েছিলো বাংলাদেশ। ১৭৫ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে রীতিমত হাঁসফাঁস অবস্থা শুরু হয়েছে টাইগারদের। ইনিংসের তৃতীয় ওভারে পরপর দুই বলে সাজঘরে ফিরেছেন লিটন দাস ও সৌম্য সরকার। এখন বাংলাদেশ অনেকটাই চাপে আছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৩ রান তুলেছে বাংলাদেশ। নাঈম ২২ ও মিঠুন ২ রানে ক্রিজে আছেন। জয়ের জন্য ১৫ ওভারে ১৫৭ রান দরকার। উইকেট দুটি নেন দীপক চাহার।
এর আগে টস হেরে নির্ধারিত ২০ ওভারে ৫ উকেটে ১৭৪ রান তোলে স্বাগতিক ভারত। লোকেশ রাহুল ৩৫ বলে ৫২ এবং শ্রেয়াষ আয়ার ৩৩ বলে ৬২ রান করেন। এছাড়া শিখর ধাওয়ান ১৯ ও মনীষ পান্ডে ২২ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের হয়ে শফিউল ও সৌম্য ২টি করে এবং আল আমিন একটি উইকেট নেন।