বুধবার, ০৩ মার্চ ২০২১, ০২:০২ অপরাহ্ন
বায়েজীদ (গাইবান্ধা) :
প্রকল্পের আওতায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার শিশুদহ হতে আকবার পুর পর্যন্ত সারে ৮.৪৬ কিলোমিটার ২০. ০০০কিলোমিটারের মধ্যবর্তী ১০ কিলোমিটার আখিরা নদী পুনঃ খননের জন্য ২ কোটি ৫৮ লক্ষ ৩৪ হাজার ১শ ৭৭ টাকা বরাদ্দ প্রদান করে দরপত্র আহবান করা হয়।
বিধি মোতাবেক ডাব্লিউ ০৪/২০১৮-২০১৯ ই টেন্ডার নং ২৫৬৮৪৯ মুলে সর্বোচ্চ দরদাতা হিসেবে কাজটি পায় গাইবান্ধা জেলা সদরের ভিএইচ রোডের ঠিকাদার খাদেমুল ইসলাম জুয়েল।
কাজটির প্রাক্কলিত মুল্য ২ কোটি ৫৮ লক্ষ ৩৪ হাজার ১শ ৭৭ টাকা। চুক্তি মুল্য নিদ্ধারন করা হয় ২ কোটি ৩২ লক্ষ ৫০ হাজার ৭শ ৪৯ টাকা।
গত ২৪ শে জানুয়ারি ২০১৯ সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করে পানি উন্নয়ন বোর্ড।
কার্যাদেশ পেয়ে এবছরের ২৭ জানুয়ারী ঠিকাদারী প্রতিষ্ঠান টি নদী পুর্নঃখননের কাজ শুরু করে।
শুরু থেকেই প্রকল্পটি বাস্তবায়নে অনিয়মের আশ্রয় গ্রহণ করা হয়েছে বলে জানায় এলাকাবাসী।
সুলতানপুর বাড়াইপাড়া গ্রামের নুরুল ইসলাম জানান শুধু মাত্র ভেকু দিয়ে নদীর দুপার্শ্বে মাটি সড়িয়ে উচু স্লোপ করে গভীরতা বুঝানোর চেষ্টা করা হয়েছে।
তিনি আরো জানান নদীর তলদেশ থেকে কোন মাটি তোলা হয় নি। শুধু মাত্র স্লোপ ধরে মাপ দিয়ে ৮/১০ ফুট খনন দেখানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বেংগুলিয়া ও গনেশপুর এলাকার বেশ কয়েকজন মানুষ জানায় নদী খননে নাম মাত্র কাজ করা হচ্ছে। স্থানীয় কতিপয় দু একজন রাজনীতিবিদদের নাম ভাঙ্গিয়ে ঠিকাদার এই অনিয়মের আশ্রয় গ্রহণ করা হয়েছে।
কিছু দিন কাজ করার পড় বর্তমানে কাজ বন্ধ রয়েছে।
তারা আরো জানায় যৎ সামান্য কাজ করে কতিপয় অসাধু কর্মকর্তাকে ম্যানেজ প্রক্রিয়ার মাধ্যমে সময়ের সাথে সাথে এভাবেই একদিন চুড়ান্ত বিল তুলে নিবে ঠিকাদারী প্রতিষ্ঠান।
নদী খনন প্রকল্পে অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার চেষ্টা করে ও মতামত গ্রহণ করা সম্ভব হয় নি।
তবে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোজাম্মেল হক জানান নদীতে পানি বৃদ্ধি হওয়ার কারনে কাজ এখন ও শেষ হয় নি। কত শতাংশ কাজ হয়েছে জানতে চাইলে ৪০ শতাংশ কাজ হয়েছে বলে নিশ্চিত করেন। অবশিষ্ট কাজ নদীর পানি শুকালে করা হবে হবে তিনি নিশ্চিত করেছেন।
এলাকাবাসীর দাবি নদী খননের কোটি কোটি টাকা নাম মাত্র কাজ করে যাতে কেউ পকেটস্থ না করে সেদিকে লক্ষ রাখার জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের সদয় হস্তক্ষেপ কামনা করেছেন।