jahir
- ২৫ অক্টোবর, ২০১৯ / ৭৫ জন দেখেছেন
নিজস্ব প্রতিবেদক।।
২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৬শে মার্চ স্বাধীনতা দিবস, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে শহিদ মিনার ও স্মৃতিসৌধ এ ভালবাসার শেষ নেই।
বিশেষ এই দিনগুলোতে শহিদ মিনার ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ সহ সকল শহীদেরা ভালবাসায় সিগ্ধ থাকে সকল শ্রেণির মানুষের বুকে। এই দিন গুলো শেষে হয়তো শহিদ মিনার ও স্মৃতিসৌধ এর প্রতি আমাদের ভালবাসা হারিয়ে যায়।
আজ ২৪ অক্টোবর, ২০১৯ ইং নরসিংদীর রায়পুরা উপজেলায়, রায়পুরা সরকারি কলেজ এর ছাত্র-ছাত্রী ও শিক্ষক মন্ডলীদের সমন্বয়ে রেগ ডে পালিত হয়েছে, এতে আপত্তির কিছু নেই।
রেগ–ডে শেষে ছাত্র-ছাত্রী ও শিক্ষক মন্ডলী এক সাথে জুতা নিয়ে শহীদ মিনারে ছবি তুলতে ব্যাস্ত হয়ে পড়েছেন। হয়তো তারা ভূলে গেছেন শহীদের বুকের উপর পারা দিয়ে রেগ–ডে পালন শুভা পাইনা।