সোমবার, ০১ মার্চ ২০২১, ১০:০৩ পূর্বাহ্ন
গাইবান্ধা জেলা প্রতিনিধি: পিএসসি পরীক্ষায় গাইবান্ধায় নকলের রাজ্যে শিশুরা শিরোনামে সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ ও নকলের ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অবশেষে তিন সদস্যের তদন্তে কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসেন আলী তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন সংবাদের সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠনের জন্য সাঘাটা উপজেলা নির্বাহী কর্তকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সাঘাটা উপজেলা নির্বাহী কর্তকর্তা মহিউদ্দিন জাহাঙ্গীর বলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীবকে প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, গত ২৪ নভেম্বার গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া উচ্চ বিদ্যালয় পিএসসি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত গণিত বিষয়ে পরীক্ষায় নকল সরবরাহ ও সহায়তার ভিডিও বিভিন্ন গণমাধ্যম ও সমাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়।