সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৯:২১ পূর্বাহ্ন
মো: নাসির উদ্দিন, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী হাটে অভিযান চালিয়ে ৫ দোকানদার কে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, বাজার দরের চেয়ে ২৫/৩০ টাকা বেশী দামে পেঁয়াজ বিক্রি অভিযোগ পেয়ে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১ টার দিকে এই অভিযান চালানো হয় দোকানগুলোতে।
অভিযোগের সত্যতার প্রমাণ পেয়ে ওই ৫ খুচরা দোকানদারকে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন, নির্বাহী অফিসার মোছাঃ নাসরীন পারভীন ও থানা অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরীন পারভীন জানান, গোবিন্দাসী বাজারের পেঁয়াজ দোকানদারা অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অপরাধে ভোক্তা অধিকার আইনে ৫ দোকানদার কে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।