রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৯:২৩ পূর্বাহ্ন
তানোর (রাজশাহী) প্রতিনিধি
চলতি বছরের ১২ নভেম্বর বুধাবর বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে ‘তানোরে জেলা প্রশাসকের নির্দেশ অমান্য করে স্থগিআদেশ রাখা সম্পত্তির খাজনার চেক প্রদান’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মুন্ডুমালা ইউনিয়ন (ইউপি) ভূমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) রাবিউল ইসলাম।
গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো লিখিত প্রতিবাদলিপিতে তিনি বলেন, প্রকাশিত সংবাদে বলা হয়েছে তানোরে রাজশাহী জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও তানোর সহকারী কমিশনার (ভূমি) মহোদয়ের স্থগিতাদেশ থাকা সত্তেও ভূমি উন্নয়ন কর গ্রহণ করা হয়েছে। যাহা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্যেপ্রণোদিত। প্রকৃত ঘটনা হলো মুন্ডুমালা গ্রামের মৃত হোসেন আলীর পুত্র ডা, জালাল উদ্দন এর সহিত তার সহোদর ভাই জাহেদুর রহমানের সঙ্গে ৬৮ নম্বর সাদিপুর মৌজায় ১২৯ নম্বর দাগের ০.১৩ একর জমি নিয়ে বিরোধ রয়েছে। উক্ত দাগের ০.১৩ একর জমি জাহেদুর রহমানের নামে নাম জারী করে ১৭৬০ নম্বর হোল্ডিং খোলা হয়েছে এবং বাংলা ১৪২৫ সন অবদি ভূমি উন্নয়ন কর পরিশোধ করা আছে। তানোর সহকারী কমিশনার (ভূমি), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রাজশাহী জেলা প্রশাসক মহোদয়ের কোনো স্থগিতাদেশ আপিলকারী দাখিল করেন নাই। আপিলকারী তানোর সহকারী কমিশনার (ভূমি) বরাবর উক্ত হোল্ডিং এর কর্যক্রম বন্ধ রাখার জন্য আবেদন করেছেন মাত্র তবে কোনো আদেশ নাই। অথচ প্রকাশিত খবরে বলা হয়েছে উল্লেখিত কর্মকর্তাগণের স্থগিতাদেশ অমান্য করে ভূমি উন্নয়ন কর গ্রহণ করা হয়েছে। যাহা সম্পূর্ণ মিথ্যা-বানোয়াট-ভিত্তিহীন ও উদ্দেশ্যেপ্রণোদিত। আমি রাবিউল ইসলাম মুন্ডুমালা ইউনিয়ন (ইউপি) ভূমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) উক্ত খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। #
তানোর প্রতিনিধি