মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০২:৩৬ অপরাহ্ন
প্রধানমন্ত্রীসহ তিন নেত্রীকে একসঙ্গে টিকা নেয়ার আহবান জানিয়েছেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরী। তবে ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন বাংলাদেশ বেশি দামে কিনেছে বলে অভিযোগ করেন তিনি।
শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে ‘করোনা টিকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শিরোনামে আলোচনায় তিনি একথা বলেন। এছাড়া, জনগণের আস্থা অর্জনের জন্য সর্বপ্রথম প্রধানমন্ত্রীকে ভ্যাকসিন নেয়ার আহ্বান জানান তিনি।
যারা ফ্রন্টলাইনে কাজ করছেন, তারা ভ্যাকসিন পাবেন না বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। বেসরকারিখাতে ভ্যাকসিন আমদানি হলে সরকারি ভ্যাকসিন চুরি হবে মনে করেন ডা. জাফরউল্লাহ। তিনি বলেন, যত দিন সরকারি ভ্যাকসিন দেয়া না হবে, তত দিন বেসরকারিভাবে ভ্যাকসিন আমদানি না করা উচিত।
আরো পড়ুন: এসএসসি অটোপাসের দাবিতে রাজধানীতে মানববন্ধন করোনাভাইরাস এখন চীন ছাড়াও বিশ্বের ৭৬টি দেশে ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাস সংক্রমণরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে কিছুটা হলেও সবাই এখন সচেতন। এমতাবস্তায়, অনেকদিন পর খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান।
নতুন খবর হচ্ছে, ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা না নিয়ে জেএসসি বা নবম শ্রেণির ফলাফল মূল্যায়নের ভিত্তিতে ‘অটোপাস’ দেওয়ার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। শুক্রবার (২২ জানুয়ারি) সকালে রাজধানীর কুড়িল বিশ্বরোডে এক মানববন্ধনে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ দাবি জানায়।