মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৮:২৫ অপরাহ্ন
❖ প্রশ্ন: সহীহ হাদিস কাকে বলে?
উত্তরঃ
‘সহিহ’ এর পারিভাষিক সংজ্ঞা প্রসঙ্গে হাফিজ ইবনে হাজার আসকালানী বলেন:
هو ما نقله العدل تام الضبط متصل السند غيرمعلل ولا شاذ
“যে হাদিস মুত্তাসিল (অবিচ্ছিন্ন) সনদ পরম্পরায় বর্ণিত হয়, রাবী (বর্ণনাকারী) আদিল (সততা ও ন্যায়-নীতিবান) ও পূর্ণ আয়ত্বশক্তির অধিকারী হয় এবং সনদটি শায (অধিক নির্ভরযোগ্য বর্ণনাকারীদের বিপরিত নয়) কিংবা মুআল্লাল (হাদিসের মূল মতন গোপন ত্রুটি যুক্ত) নয়; এমন হাদিস কে সহিহ বলে।
মোটকথা: হাদিস সহীহ হওয়ার জন্য ৫টি শর্ত থাকা আবশ্যক। যথা:
১. অবিচ্ছিন্ন সনদ পরম্পরায় বর্ণিত হওয়া। অর্থাৎ এমন অবিচ্ছিন্ন বর্ণনা সূত্রে বর্ণিত হওয়া যে বর্ণনা সূত্রের কোথাও একজন বর্ণনাকারীও বাদ পড়ে নি)।
২. বর্ণনা সূত্রের প্রত্যক বর্ণনাকারী সততা, আদর্শ ও ন্যায়-নীতিতে প্রশ্নাতীত থাকা।
৩. বর্ণনাকারী পূর্ণ আয়ত্ত শক্তির অধিকারী হওয়া অর্থাৎ হাদিস আয়ত্ত বা সংরক্ষণের কোনো ত্রুটি না থাকা- চাই তা মুখস্থ রাখার ক্ষেত্রে হোক বা লিখে রাখার ক্ষেত্রে হোক।
৪. শায না হওয়া অর্থাৎ হাদিস বর্ণনাকারীর বর্ণনা তার চেয়ে অধিক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত বর্ণনাকারীর বিপরীত না হওয়া।
৫. হাদিস বিশ্লেষকদের দৃষ্টিতে হাদিসের মতনে কোন ধরণের সূক্ষ্ম ত্রুটি-বিচ্যুতি ধরা না পড়া।
—–আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল—–