মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৪:২০ পূর্বাহ্ন
প্রায় একশত বেশী বিজ্ঞানি ব্যাপক গবেষণা করে দেখতে পান যে, ‘করোনা ‘ নামক ভাইরাস থেকে সাসের্র নামক রোগটি ২০০২ সালে চীন গুয়াং প্রদেশে সবপ্রথম প্রকাশ প্রায়। বিশ্বস্বাস্থ্য সংস্থা এটাকে ভয়ঙ্কর মহামারী বলে উল্লেখ করেন। অস্বাস্থকর ও ঘনবসতি এলাকার মানুষের দেহে প্রবেশ করে। অাক্রান্ত ব্যক্তির অাসস্থলের অাশ পাশে যারা এসেছে, তারা ও এ রােগে অাক্রান্ত হেয়েছে। এটি একটি ছোঁয়াচে রোগ । গণসচেতনতা সৃষ্টি ছাড়া এই রোগ থেকে বাঁচা কঠিন হয়ে পড়বে। নাস এবং ডাক্তারগণ এ রোগে শিকার হচ্ছে। করোনার কারনে দেশের অথনীতির মারাত্নক হুমকির মুখে পড়ছে