৬:৪৪ অপরাহ্ণ, সেপ্টে ২৪, ২০১৮ |জহির হাওলাদার
76 Viewsজামালপুর প্রতিনিধি \ জামালপুরের ইসলামপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবি ও সাহিত্যিক প্রয়াত সাংবাদিক গোলাম হাফিজ বকুলের ১৫তম মৃত্যু বার্ষিকী আজ । এ উপলক্ষে ইসলামপুর কর্মরত সাংবাদিকরা মরহুমের প্রতিকৃতিতে পূস্পমাল্য দিয়ে স্মৃতিচারন করেন। পরে মরহুমের নিজ বাড়ীতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। কবি ও সাহিত্যিক মরহুম গোলাম হাফিজ বকুলের ১৫তম মৃত্যু বার্ষিকী সাংবাদিক, সুধী মহল, কবি ,সাহিত্যিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনরা গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
কবি গোলাম হাফিজ বকুল ছিলেন- সমাজের ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠার সাহসী সন্তান। তিনি ২০০৩ সনে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর জীবন চলার পথে ছড়া,কবিতা,গল্পসহ সমাজে অনেক অবদান রেখে গেছেন।
লিয়াকত হোসাইন লায়ন
জামালপুর
৯:০৭ অপরাহ্ণ, ফেব্রু ১৭, ২০১৯
৯:১৬ অপরাহ্ণ, জানু ১৯, ২০১৯
১১৫/২৩, মতিঝিল, আরামবাগ, ঢাকা - ১০০০ | ই-মেইলঃ dsangbad24@gmail.com | যোগাযোগ- 01813822042 , 01923651422
Leave a Reply