শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৯:৫৯ পূর্বাহ্ন
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার যমুনা নদীর ভাঙন রোধে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধে লাগানো বিভিন্ন প্রজাতির প্রায় এক হাজার গাছ কর্তন করেছে। রাস্তা নির্মাণের অজুহাত দেখিয়ে ওই সব গাছ কর্তন করা হচ্ছে। এতে করে সরকার কোটি টাকার রাজস্ব হারিয়েছে। জানা যায়, ফুলছড়ির গজারিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামের ইউনুছ আলী, মজিরন বেগম, বাকি মিয়াসহ এলাকার অনেকে কাঠাল ও ইউকেলেটাস গাছ কর্তন করছেন। মজিরন বেগম বলেন, কাঠাল গাছ কেটে তিন হাজার টাকায় বিক্রয় করে দিয়েছি। গাছ কাটার উৎসব দেখে মনে হয় দেখার কেহ নেই। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।