শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৪:১১ পূর্বাহ্ন
মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন উপজেলার ঐতিহ্যবাহী ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান দানবীর আলহাজ্ব ইয়াছির মিয়া। শুক্রবার(১৯ফেব্রুয়ারি) বিকালে ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয় কর্তৃক অনুষ্ঠিত এক আলোচনা ও মতবিনিময় সভায় বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি আলহাজ ইয়াছির মিয়াকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ফুলেল ভালোবাসায় সিক্ত হন তিনি। আলোচনা ও মতবিনিময় সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাদিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের বিদায়ী সভাপতি এডভোকেট মো. ইকবাল হোসেন ভূঞা, ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শাহ্ আলম, সাবেক চেয়ারম্যান মো. জিল্লুর রহমান জিলন, সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের দাতা সদস্য মো. গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুক্তিমামুদ খোকা, ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুল হক কাশেম, সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউসুফ মিয়া, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, ফরিদপুর মাজার শরীফের সাধারণ সম্পাদক মো. তারেক আজিজ খাঁন ইকবাল, আন্তর্জাতিক মানবাধিকার-আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি মো. বজলুল করিম ফালু সহ বিদ্যালয়ের শিক্ষক, সাবেক সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার স্মরনে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে বিদায়ী সভাপতি এডভোকেট মো.ইকবাল হোসেন ভূইয়াকে ফুলের তোড়া দিয়ে বিদায় জানানো হয় এবং মানপত্র পাঠ করে দুটি মানপত্র এডহক কমিটির সভাপতি ও বিদায়ী সভাপতির হাতে তুলে দেওয়া হয়।