রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ১২:১৭ পূর্বাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি \ জামালপুরের বকশীগঞ্জে জন্ম
নিবন্ধনের সনদ নিতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় হাসান বাবু
(২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বাবু নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা। সে
নিলক্ষিয়া গ্রামের আবুল কালামের ছেলে।
জানা গেছে, শ্রীবর্দী উপজেলার বালুগাও গ্রামের কৃষকের মেয়ে (২০) তার নানার
বাড়ি বকশীগঞ্জের সাজামারা গ্রামের নানার বাড়িতে থাকতো। করোনার কারণে
সে গার্মেন্টস চাকরি হারায়। নতুন করে অন্য কোন পোষাক কারখানায় চাকরি
নিতে জন্ম নিবন্ধনের প্রয়োজন হয়। ১৪ জনুয়ারি জন্ম নিবন্ধনের সনদ নিতে
নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদে যায়। এ সময় উদ্যোক্তা বাবু কর্তৃক ধর্ষণের শিকার হয়।
অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম স¤্রাট জানান-এ ঘটনায় মামালা হয়েছে।
ধর্ষক নাজমুল হাসান বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে এমন গর্হিত
কাজে সম্পৃক্তকারিদেরও গ্রেপ্তার অভিযান চলছে। #