সোমবার, ০১ মার্চ ২০২১, ১২:১৯ পূর্বাহ্ন
বগুড়া জেলায় কমিউনিটি পুলিশিং ডে ১০১৯ উপলক্ষে বগুড়া জেলা পুলিশ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নান্নু খানকে বগুড়া জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসারের পুরস্কারে ভূষিত হয়েছেন। শনিবার বগুড়া টিটু মিলনায়তনে বগুড়া জেলা পুলিশ আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বগুড়া জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা তার হাতে এ পুরস্কার তুলে দেন। পুলিশ পরিদর্শক (অপারেশন) নান্নু খান ২০১১ সালে এসআই হিসেবে মাগুড়াতে যোগদান করেন। পরবর্তীতে তিনি ডিএমপিতে চাকুরীরত অবস্থায় পুলিশ পরিদর্শক হিসেবে পদন্নোতি পেয়ে রাজশাহীর রেঞ্জে যোগদান করেন। এরপর পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে বর্তমানে বগুড়ার শিবগঞ্জ থানায় কর্মরত আছেন। তিনি ১৯৯৯ সালে লাঙ্গলবাধ উচ্চ বিদ্যালয় হতে যশোর বোর্ডের অধীনে এসএসসি, ২০০১ সালে আদিল উদ্দিন কলেজ থেকে একই বোর্ডের অধীনে এইচএসসি এবং পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। নান্নু খান ৫জুলাই ১৯৮৩ সালে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার উলুবাড়িয়ার এক সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
জিএম মিজান শিবগঞ্জ বগুড়া প্রতিনিধি