মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ১১:১৮ অপরাহ্ন
জিএম মিজান শিবগঞ্জ বগুড়া প্রতিনিধি
বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান মজুন ও সাধারণ রাগেবুল হাসান রিপু সহ নব-নির্বাচিত জেলা কমিটিকে অভিনন্দন জানিয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি আজিজুল হক এর নির্দেশনায় সোমবার উপজেলায় এক আনন্দ মিছিল বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি আলী হাসান শুভ’র নেতৃত্বে বের হয়। আন্দন মিছিলটি উপজেলা সদর এলাকা প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক সরকারি এম.এইচ কলেজ ছাত্রলীগ আসাদুজ্জামান লিমন, ছাত্র নেতা জিহাদী হোসেন, স্বাধীন ইসলাম, রাকিব হাসান, তাকি হাসান পাশা, নাঈম, ইউসুফ আলী, আবু হাসান, জয়, মেহেদী হাসান, মাসুদ, হিমায়েত হোসেন, ফেরদৌস, ফরিদ, নরনূবী, উজ্জল, বিপুল, নয়ন প্রমুখ।