রুপালী ব্যাংকে চুরি বা ডাকাতি করার আগে দুইদিন ব্যাংকের ছাদে ৪ ঘণ্টা করে মেডিটেশন করেছে।নিজেকে প্রস্তুত করতে ধুম থ্রি থ্রিলার সিনেমাটি দেখেছে ১৫৪ বার। ভুয়া ৫২টি ফেসবুক আইডি। ২২টি ই-মেইল আইডি। হোয়াইট ডেভিল নামের হ্যাকিং গ্রুপ তৈরি করে। ডার্ক ওয়েব জগতের নিষিদ্ধ গলিপথ, সেতো নিজ বাড়ি! বয়স মাত্র ১৬ এসএসসিও পার করেনি এখনও। অথচ ভয়ংকর সব অপরাধের নীল নকশা তৈরি করেছে সে।
কিন্তু বাঁধ সাধল বগুড়া জেলা পুলিশ।
অবশেষে ব্যাংক ডাকাতির ১৮ দিন পর বগুড়া জেলা পুলিশের বিশেষ টিম তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে উঠে এসেছে পিলে চমকানো সব ঘটনা!
সে পুলিশকে জানায়, সে ডার্ক ওয়েব থেকে নেওয়া অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্যাংক ডাকাতির সময় সেখানে পাহারারত আনসারের গায়ে নাইট্রোজেন সলিউশন ছুড়ে মারে। এটি শরীর পুড়ে ফেলার পাশাপাশি প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি করে। সে হতে চেয়েছিল বিশ্বের ভয়ংকর অপরাধীদের মধ্যে অন্যতম।
বগুড়া জেলার পুলিশ সুপার জনাব
Md Ali Asraf Bhuiyan
স্যার জানান ‘ছেলেটির অপরাধ এর ধরন দেখে সত্যিই আমরা অবাক! এই বয়সে এত বড় বড় অপরাধ পরিকল্পনা, ভাবাই যায় না!’ তিনি বলেন, তাকে ধরতে বগুড়া পুলিশের বিশেষ দলকে রীতিমতো ঘাম ঝড়াতে হয়েছে।
পুলিশ জানায় বয়স কম হওয়ায় তাকে শিশু সংশোধনাগারে পাঠানো হতে পারে।