সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ০৮:৪৭ পূর্বাহ্ন
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছী উপজেলা সদরের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ এরশাদ আলী তার পিতার আত্মার শান্তি কামনায় এলাকার ১৫০ জন কর্মহীন অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির। করোনা ভাইরাসে কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে জনসমাগম না করিয়ে এলাকার লোকজনকে আপ্যায়ন করার পরিবর্তে কর্মহীন অসহায় পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। গত ২২ মার্চ/২০২০ জিধিরপুর গ্রামের বাহার আলী মৃত্যু বরণ করেন। পবিত্র রমজান মাসে খাবার পেয়ে খুশি ১৫০ টি পরিবার। ২৬ এপ্রিল রবিবার সকাল ১০টায় প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, এক কেজি ছোলা (বুট), আধা কেজি চিনি, আধা কেজি সেমাই, আড়াইশ খেজুর ও আড়াইশ মুড়ি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, ইউপি সদস্য আজাদ প্রমূখ।