শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৭:৩০ অপরাহ্ন
মনির হোসেন বরিশাল ব্যুরো: প্রকাশ্যে দিবালোকে বরগুনা রিফাত শরীফ হত্যা মামলার জামিনে মুক্ত থাকার পর গতকাল বুধবার রিফাতের স্ত্রী এজাহারভুক্ত ৭নং আসামী আয়শা সিদ্দিকা মিন্নি আদালতে হাজির হয়েছেন। এ মামলার অভিযোগ পত্রে নিয়মিত শুনানির দিন ধার্য থাকায় (১৮.০৯.১৯) বুধবার সকাল ৯ টায় আদালতে আসে মিন্নি। আদালতের কার্যক্রম শুরু হওয়ার আগ পর্যন্ত আদালতের একটি কক্ষে অবস্থান করেন তিনি।
রিফাত হত্যা মামলার আদালতে কার্যক্রম শুরু হওয়ার পূর্বে বরগুনা জেলা কারাগারে থাকা এ মামলার অপর ৭ অভিযুক্তকে আদালতে হাজির করে পুলিশ। এ হত্যা মামলার শুনানির জন্য আদালত দুপুর ২ টার সময় নির্ধারন করেন ।
আদালতে এ মামলার আসামীদের হাজির হওয়ার বিষয়টি আগে থেকে মিডিয়ায় প্রকাশ হওয়ায় সাধারন মানুষ আদালত প্রাঙ্গনে ভিড় জমায় । আদালত প্রাঙ্গনে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখায় কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করে পুলিশ।
এ দিকে মিন্নির আইনজীবি অ্যাড. মাহবুবুল বারী আসলাম জানান, এ মামলায় অভিযুক্ত কিশোর অভিযুক্ত মোঃ নাজমুল হোসেনের জামিন শুনানি হবে জেলা ও দায়রা জজ আদালতে। এ কারনে মামলার মুল নথী জেলা ও দায়রা জজ আদালতে রয়েছে।
তিনি আরোও জানান, জেলা ও দায়রা জজ আদালতে কিশোর অভিযুক্ত নাজমুলের শুনানি শেষে আজ দুপুর ২ টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মূল নথি এসে পৌঁছাবে। তাই দুপুর টায় এ মামলার অভিযোগপত্রের শুনানির সময় নির্ধারন করেছে বিজ্ঞ আদালত।
অপরদিকে এ মামলার জামিনে থাকা আরেক কিশোর অভিযুক্ত আরিয়ান শ্রাবনও আজ আদালতে হাজির হন। এ মামলায় সাত জন কিশোর অভিযুক্ত যশোরের শিশু কিশোর সংশোধনাগারে থাকায় তাদের আদালতে হাজির করা হয়নি।