বুধবার, ০৩ মার্চ ২০২১, ১২:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ রাক্ষুসী আড়িয়াল খাঁ নদীর অব্যাহত ভাঙ্গনে ইতোমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে বসতবাড়ি, সরকারী সড়কসহ অসংখ্য স্থাপনা। জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের মধ্যদিয়ে প্রবাহিত আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা রবিবার সকালে ও শনিবার বিকেলে স্পিডর্বোডযোগে পরিদর্শন করেছেন পরিকল্পনা কমিশনের সদস্য ও ভারপ্রাপ্ত সচিব মোঃ জাকির হোসেন আকন্দ।
পরে তিনি নদী ভাঙ্গনরোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে গৌরনদীর চৌকস উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, পরিসংখ্যান ব্যুরোর উপ-পরিচালক লিজেন শাহ নাইম, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ সফিউদ্দিন, নির্বাহী প্রকৌশলী মোঃ আবু সাঈদ, সরিকল ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা উপস্থিত ছিলেন।