বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০১:৪৮ পূর্বাহ্ন
বরিশাল ব্যুরো ॥ প্রতিপক্ষের ভাড়াটিয়া লোকজনের হামলায় নারী ও শিশুসহ ছয়জন আহত হয়েছে। গুরুত্বর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় জেলার আগৈলঝাড়া উপজেলার দত্তেরাবাদ গ্রামের।
ওই গ্রামের আবু বক্কর সরদারের পুত্র আহত বশির সরদার জানান, একই বাড়ির সানু সরদারের সাথে বসত বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন থেকে তাদের বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধের জেরধরে রবিবার সন্ধ্যায় স্থানীয় ডিএসবি বাজারে বসে সানু সরদারের পুত্র সোহেল সরদার ও হৃদয় সরদারের নেতৃত্বে তাদের ভাড়াটিয়া শিপন সেরনিয়াবাত, রিপন সেরনিয়াবাত, সবুজ হাওলাদার, মামুন কবিরাজসহ ১০/১২ জন সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। খবর পেয়ে তার অপর দুই সহদর ও বাড়ির নারী ও শিশুরা এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। আহতরা হলেন মায়া বেগম (৭০), মিনারা বেগম (৩৫), কনা আক্তার (২৮), মীম আক্তার (১২), জয়া আক্তার (৯), বশির সরদার (৩৫), জসিম সরদার (৩০) ও নাসির সরদার (২৯)। স্থানীয়রা গুরুত্বর অবস্থায় আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।