বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০১:২৬ পূর্বাহ্ন
বরিশাল ব্যুরো ॥ স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য
পরিদর্শকদের নিয়োগবিধি সংশোধনসহ বেতন বৈষম্য দূরীকরনের
দাবীতে হাসপাতালের সামনে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও
অবস্থান কর্মসূচী পালন করেছে স্বাস্থ্যকর্মীরা।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন,
বিভাগীয় স্বাস্থ্য পরিদর্শক সমিতি, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ
কর্মচারী এসোসিয়েশন ও হেলথ ইন্সপেক্টর সেক্টোরাল এসোসিয়েশনের
আয়োজনে জেলার বিভিন্ন উপজেলা হাসপাতালের সামনে যৌথভাবে
এই কর্মসূচী পালন করা হয়। আগৈলঝাড়া উপজেলা হাসপাতালের
সামনে কর্মবিরতি পালনকালে স্বাস্থ্য পরিদর্শক জামাল হোসেনের
সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বাস্থ্যকর্মী মনির হোসেন, সিঞ্চন বাড়ৈ,
আরিফ হোসেন সেলিনা আক্তার প্রমুখ। এসময় বক্তরা, নিয়োগবিধি
সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবী জানান।