মাহমুদুল হাসান,কুবি প্রতিনিধি:
‘সত্য-সুন্দর চর্চায় আমরা নির্ভীক, উৎসবের আলোয় রাঙাই দিক-বিদিক’ শীর্ষক স্লোগান নিয়ে বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সপ্তাহব্যাপি চলমান বাংলা উৎসব-১৪২৬ এর পর্দা নেমেছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলা বিভাগের সহযোগী সংগঠন ‘বাংলা ভাষা-সাহিত্য পরিষদ’ কর্তৃক আয়োজিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় নবীন বরণ, বিদায় অনুষ্ঠান, আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলা উৎসব-১৪২৬ উদযাপন করা হয়েছে।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শামসুজ্জামান মিলকীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন ড.জি.এম মনিরুজ্জামান; স্বাগত বক্তা এবং বাংলা উৎসব ১৪২৬ এর আহ্বায়ক প্রফেসর ড.মোহাম্মদ গোলাম মাওলা সহ বাংলা বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষাথীবৃন্দ।
সমাপনী অনুষ্ঠানের প্রথম পর্যায়ে বাংলা বিভাগে সদ্য নবাগত ১৩ তম আবর্তনের শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। শিক্ষার্থীদের মধ্য থেকে কয়েকজন তাদের আনন্দানুভূতি প্রকাশ করেন।
এরপর বাংলা বিভাগের পঞ্চম আবর্তনের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বিদায় অনুভূতি প্রকাশ করেন একে একে আবর্তনের বেশ কয়েকজন শিক্ষার্থী। দীর্ঘ পাঁচ বছর সময়কালের শেষলগ্নে এসে অনুভূতি প্রকাশে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় এক বেদনাময় পরিবেশের সৃষ্টি হয়।
সন্ধ্যার পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা বিভাগের বিভিন্ন আবর্তনের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুস্থ বিনোদনের অন্যতম এক মাধ্যম হয়ে উঠে এই অনুষ্ঠান। নাচ, গান, আবৃত্তি, ম্যাজিক শো, কৌতুক ইত্যাদির মিশেলে রাতের কুবি হয়ে উঠে পুরো বাংলা বিভাগময়।