মুন্সী মেহেদী হাসান :
বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিকলীগের ১২ তম কাউন্সিলে আলহাজ্ব জেড এম কামরুল আনামকে সভাপতি, মো: আলম বেল্লালকে কার্যকরী সভাপতি, মো: সাহাবউদ্দিন চৌধুরী ফিরোজকে সাধারণ সম্পাদক, আশুলিয়ার জনপ্রিয় শ্রমিক নেতা মো: সরোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক করে নবগঠিত কেন্দ্রীয় কমিটির ঘোষনা করা হয়েছে ।
শনিবার বিকালে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ রোড আওয়ামীলীগের প্রধান কার্যালয়ের সামনে বাংলাদেশ বস্ত্র ও পোশাক শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত ৪৮ বছরে পদার্পণ ও ১২তম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক নৌপরিবহন মন্ত্রী মো: শাহজাহান খাঁন, এমপি ।বিশেষ অতিথি উপস্থিত সকলের সামনে নবগঠিত কমিটির নাম ঘোষনা করেন।
এ সময় বিশেষ অতিথি শাহজাহান খাঁন বলেন, বর্তমান সরকারের সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা শ্রমিকদের সর্বোচ্চ বেতন বৃদ্ধিসহ সকল সুযোগ সুবিধা বাস্তবায়ন করেছেন। আওয়ামীলীগ সরকারের আমলে গার্মেন্টস কারখানায় উল্লেখযোগ্য কোন আন্দোলন নেই। তাই এ সরকার সকল পেশাজীবি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। শ্রমিক জনতা একযোগে বর্তমান সরকারের উন্নয়নের সাথে অংশিদার হয়েছে। একারণে বিএনপি এখন আন্দোলনে করতে মানুষ পায়না। বিএনপি এখন কাগজের বাঘে পরিণত হয়েছে। তারা হুংকারও দিতে পারেনা, কাউকে থাবাও বসাতে পারেনা। তারা এখন কোমর ভাঙ্গা কুজার দল। তারা লাঠি হিসাবে জামায়াতের ঘাড়ে ভর করে চলতে চায়।
উক্ত কাউন্সিল সম্মেলনে বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিকলীগের হাজার হাজার নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। এছাড়াও মো: সরোয়ার হোসেনের নেতৃত্বে সাভার, আশুলিয়ার কয়েক হাজার নেতাকর্মীরা সম্মেলনে যোগদান করেন। জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক লায়ন মোঃ ইমাম হোসেন, ইমন শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন ।