মো.সুমন মৃধা,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নাজিরপুর ইউনিয়ন চেয়ারম্যান ইব্রাহিম ফারুক আহত হয়েছেন। একই ঘটনায় বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ হারুন খান বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ রোববার (২১ ফেব্রুয়ারী)সন্ধ্যা সাড়ে ৭টা ৩০ মিনিটের দিকে উপজেলার পাবলিক মাঠ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহত ইব্রাহিম ফারুককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে এ ঘটনার পর পুরো উপজেলাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল সমর্থক ছাত্রলীগ নেতাকর্মীরা একটি মিছিল শেষে পাবলিক মাঠ অতিক্রম করছিলেন। এ সময় স্থানীয় এমপি ও সাবেক চিফ হুইপ আসম ফিরোজ সমর্থিত নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পৌর আওয়ামী লীগের সভাপতি (আ স ম ফিরোজ গ্রুপের) ইব্রাহিম ফারুকসহ বেশ কয়েকজন আহত হন।
উল্লেখ্য, বাউফলে উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো। এর জেরে সংঘর্ষে এর আগেও শতাধিক নেতাকর্মী আহত হওয়ার ঘটনা ঘটেছে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সংঘর্ষে পৌর আওয়ামী লীগের সভাপতি আহত হয়েছেন। এ ছাড়া তেমন কেউ আহত হননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঠে রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।