রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৫:২৬ অপরাহ্ন
বাচ্চাদের ক্লাসে এসাইনমেন্ট দেয়া হয়েছিল, “তুমি কোন কোন জিনিসে ভয় পাও?” যেই জিনিসে ভয় পায় তার ছবি এঁকে নিচে লিখতে বলা হয়েছিল সেটার নাম, বা শুধুই বর্ননা ছবি আঁকা সম্ভব না হলে।
কোনো বাচ্চা এঁকেছে মাকরসার ছবি, কেউ এঁকেছে মৌমাছির ছবি, কেউ বলেছে সে বজ্রপাতে ভয় পায়। একটি বাচ্চা লিখেছে, তার মা যখন অন্ধকার ওয়াশরুমে আটকে রাখে তখন ভয় পায়।
এটা দেখে টিচার স্তম্ভিত। ফোন গেল মায়ের কাছে। ইমিডিয়েটলি হাউস ভিসিটের ব্যবস্থা হলো। চাইল্ড এইড সোসাইটি হতেও লোক আসলো। মা প্রথমে বলতে চাইছিল না; পরে স্বীকার করে যে, দু একবার এমন করেছে বাচ্চা কথা না শোনায়। কিন্তু ওই বাচ্চার বড় বোন জানায় প্রায়ই করে এটা মা, ছোট ভাই দুষ্ট, তাই।
এবার বাচ্চার কাছে জানতে চাওয়া হয় ডিটেইলস। বাচ্চা ভয়ে ভয়ে মায়ের দিকে আর বাবার দিকে তাকায়। ওকে অন্যেরা আশ্বস্ত করে যে, ভয় নেই, তুমি বল। ও তারপর বলে, কিভাবে আম্মু ওকে অন্ধকার ওয়াশরুমে আটকে রাখে একটু ভুল হলেই। ওর অনেক ভয় লাগে, কিন্তু আম্মু খুলে দেয়না। অনেক পরে খুলে দেয় যখন আর কান্না করার শক্তি থাকে না।
বাচ্চার কাছে জানতে চাওয়া হয়, তুমি কি এই বাসায় থাকতে চাও? ও বলে, আমি এই আম্মুর সাথে থাকতে চাইনা। কার সাথে থাকতে চাও জিজ্ঞাসা করলে বলে, নানুর সাথে থাকবে।