শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৭:৪৩ অপরাহ্ন
বাবা তোমার কথা খুব মনে পড়ে, এখন তুমি নেই। এখন আর শাসন, বারন, আদেশ, উপদেশ করবেনা। তোমাকে খুব মিস করি বাবা তুমি যেখানে থাক ভালথেক। আর কেউ বলবেনা বাবা বাড়ি আসো আর কেউ বলেনা। যার বাবা নামের এই মানুষ চলে যায় তখন তার অনেক কস্ট হয় বাবা।