jahir
- ২৬ নভেম্বর, ২০১৯ / ২৩ জন দেখেছেন
আজিজুল হক সানু, বাহুবল(হবিগঞ্জ )# হবিগঞ্জের বাহুবলে একটি বিরোধীয় পারিবারিক রাস্তায় প্রতিবন্ধকতা অপসারন করা হয়েছে। বিকেল ৫ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার আয়শা হকের ভুমিকায় ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামানের উপস্তিতে অপসারনটি করা হয়। শিমুলিয়াম গ্রামের খুরশেদ আলীর পুত্র ইদ্রিস আলীর এক আবেদনের প্রেক্ষিতে দীর্ঘদিনের প্রতিবন্ধকতা থেকে রক্ষা করা হয়েছে।