শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ১১:৪৪ পূর্বাহ্ন
সোমবার সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ৩(২)(ক) ও ৩(৪) মোতাবেক রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে উক্ত কমিশনের চেয়ারম্যান হিসেবে পুনঃনিয়োগ প্রদান করেছেন। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।
হাসান ফয়েজ সিদ্দিকী ২০০১ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। ২০০৯ সালে তিনি স্থায়ী বিচারক হিসেবে নিযুক্ত হন। ২০১৩ সালে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পান।