বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৪:৪৭ পূর্বাহ্ন
সোমবার প্রথম প্রহরে সমাধি সৌধের বেদিতে প্রথমে পুষ্পাঞ্জলি প্রদান করেন ডিসি শাহিদা সুলতানা। পরে এসপি সাইদুর রহমান, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মোহাম্মদ শাহজাহান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও টুঙ্গিপাড়া আওয়ামী লীগের নেতা ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি প্রদান করে। বিজয়ের মুহুর্মুহু ধ্বনিতে উদ্বেলিত হয়ে ওঠে জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্স ।
এদিকে দুপুরে ১২ টায় কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এবং গোপালগঞ্জ-১ আসনের এমপি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে।