বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৫:২২ অপরাহ্ন
চার শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান
মহান বিজয় দিবস উপলক্ষ্যে আহমদিয়া মুসলিম জামাতের যুব সংগঠন চট্টগ্রাম-সিলেট রিজিওনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার প্রত্যন্ত এলাকা নাসিরপুর গ্রামের ‘নাসিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ১৬ ডিসেম্বর সকাল ৮টায় মোনাজাত, জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে উক্ত ক্যাম্পের উদ্বোধন করেন ডা. এখতিয়ার উদ্দিন শুভ, রিজিওনাল সভাপতি চট্টগ্রাম সিলেট বিভাগ। চিকিৎসক হিসাবে আরো ছিলেন ডা. ইজাজুর রহমান এমবিবিএস। চিকিৎসকগণ ব্যবস্থাপত্রের পাশাপাশি ঔষধও প্রদান করেন। এছাড়াও ছিলো বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, ওজন পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা ইত্যাদিরও ব্যবস্থা। সার্বিক সহযোগিতায় ছিলেন স্কুলের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি, কমিটির সদস্য বৃন্দ এবং স্থানীয় ওয়ার্ড কমিশনার। সকাল ৮টা হতে বিকাল ৩টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে নারী-পুরুষ সবাইকে বিভিন্ন সেবা বিনামূল্যে প্রদান করা হয়। এতে প্রায় চার শতাধিক মানুষকে ফ্রি সেবা প্রদান করা হয়।
বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে অত্র এলাকার মানুষ সন্তুষ্টি প্রকাশ করেন এবং আহমদিয়া মুসলিম যুব সংগঠনের এ কার্যক্রমকে সাধুবাদ জানান। আহমদিয়া মুসলিম জামাতের এ যুব সংগঠন দেশের বিভিন্ন অঞ্চলে আত্মমানবতার সেবায় বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।