jahir
- ৯ মে, ২০২০ / ৬৫ জন দেখেছেন
রেদোয়ান হোসেন শাওনঃসিলেটের জন্য আবারও আসলো বিপদের পূর্বাভাস। সিলেট অঞ্চলের উপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টি বয়ে যেতে পারে। এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
জানা গেছে, দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টি বয়ে যেতে পারে। এর মধ্যে সিলেট একটি অঞ্চল।
শনিবার (৯ মে) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে অধিদফতর।
পূর্বাভাসে বলা হয়েছে- সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।