মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৫:১৯ অপরাহ্ন
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টায়। শুরুতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সিলেট থান্ডার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। উদ্দেশ্য ছিল ঢাকাকে অল্প রানে বেঁধে ফেলা।
তবে সৈকতের উদ্দেশ্য সফল হতে দেননি ঢাকার দুই ওপেনার তামিম ইকবাল ও আনামুল হক বিজয়। উদ্বোধনী জুটিতে ১০ ওভারের আগেই তারা ৮৫ রান যোগ করেন স্কোরবোর্ডে। মোসাদ্দেকের বলে ডাউন দা উইকেটে মারতে এসে স্ট্যাম্পিং হন তামিম ইকবাল। এর আগে ২৮ বলে ৩১ রান করেন তিনি।
অপরপ্রান্তে বিজয় ছিলেন তুলনামূলক বেশি আক্রমণাত্মক। ৩৩ বলে ব্যক্তিগত অর্ধশতক পুরণ করেন তিনি। এ ম্যাচে একাদশে আসা দেলোয়ার হোসেনের বলে সাজঘরে ফেরার আগে ৬২ রান করেন এ ওপেনার। এরপর বেশ দ্রুত দুই উইকেট হারায় ঢাকা। লরি ইভান্স ও জাকের আলী ফেরেন যথাক্রমে ২১ ও ২০ রানে।
শেষদিকে পেরেরা ও রিয়াজের ক্যামিওতে ১৮২ রানে থামে ঢাকার ইনিংস। পেরেরা ১১ বলে ২২ ও রিয়াজ ৭ বলে ১৭ রানে অপরাজিত থাকেন। সিলেটের হয়ে একটি করে উইকেট নেন নাঈম, মোসাদ্দেক, এবাদত ও দেলোয়ার হোসেন।