শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ১০:৪০ পূর্বাহ্ন
দুই বছর আগে নাসির জামশেদকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি। বহুদিন পর নিজের এসব অকপটে স্বীকার করলেন এই ব্যাটসম্যান।
নাসিরের দেয়া তথযানুযায়ী, ২০১৬ সালের বিপিএলে প্রথমবার ফিক্সিং করার চেষ্টা করেছিলেন। কিন্তু সে যাত্রায় ব্যর্থ হন তিনি। সেই আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। কথা ছিল,নির্দিষ্ট একটি রঙের ব্যাটের গ্রিপ লাগানো সহ আরও কিছু শর্ত মেনে মাঠে নামবেন তিনি। তবে কিছু শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছিলেন এই পাকিস্তানি ক্রিকেটার।
একই আসরের রংপুর রাইডার্স বনাম বরিশাল বুলসের বিপক্ষে ম্যাচেও ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন জামশেদ। তবে একাদশ থেকে বাদ পড়ায় সে যাত্রায় সফল হননি।
তিনি জানিয়েছেন, কিছু ক্রিকেটারের কাছ থেকে ঘুষ নিয়েছিলেন তিনি। এছাড়া ২০১৭ সালের পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেড ও পেশোয়ার জালমির মধ্যকার ম্যাচে আবার ফিক্সিংয়ের প্রস্তাব পান তিনি। জামশেদ বলেন, তার স্পট ফিক্সিংয়ের শর্ত ছিল প্রথম দুই বলে কোনো রান না করার।