মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৩:৫৭ পূর্বাহ্ন
বিরামপুর থেকে মোঃ রেজওয়ান আলী-
দিনাজপুর বিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আর্ন্তজাতীক দূর্নীতি দিবস পালিত হয়েছে। তথ্য মতে জানা যায় যে অদ্য ৯ই ডিসেম্বর ২০১৯ ইং তারিখ বিরামপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিরামপুরে আন্তজার্তিক বিরুদ্ধি দিবস পালিত হয়। উক্ত দিবসে র্যালী,মানব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অএ মানববন্ধনে বিরামপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির নের্তবৃন্দ ও উপজেলা চেয়ারম্যান খাইরুল আলম রাজু,নিবার্হী কর্মকর্তা তৌহিদুর রহমান,অফিসার সহ নের্তবৃন্দ এবং অএ পৌরসভা অর্ন্তরালের প্রায় স্কুলের ছাএছাএিগন উপস্থিত ছিলেন। উপস্থিত নের্তবৃন্দ বলেন দূর্নীতি বিষয়ক যে তথ্য আমাদের প্রতিরোধ কমিটির সেল নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হয়। তৎসংঙ্গে উপজেলা প্রশাসন কেও অবগত করতে পারলে ব্যাবস্হা গ্রহণ করা হবে। উক্ত দিবসের র্যালী মানববন্ধন শেষে আলোচনা সভার আয়োজন করা হয়ে থাকে।