jahir
- ২২ অক্টোবর, ২০১৯ / ৩৩ জন দেখেছেন
বিরামপুর থেকে মোঃ রেজওয়ান আলী-
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন ৪নং দিওড় ইউনিয়নে জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছেন প্রকৃত নেতার স্বপ্নে মোঃ আঃ মালেক মন্ডল সূএ মতে জানা যায়।
তথ্য মতে অদ্য ২১-১০-২০১৯ ইং তারিখ অএ ইউনিয়ন ভূক্ত মাগুরা পাড়ার মধ্য স্হলে রাস্তার পাশ দিয়ে পানি নিষ্কাশনের জন্য জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে ৪০ হাত পাকা ড্রেনের কাজ আরম্ভ করেছেন।
এ বিযয়ে জনসাধারণের নিকট জানতে চাইলে তারা বলেন আমরা এই প্রথম দেখলাম মায়ের আদেশে মোঃ আঃ মালেক মন্ডল জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছেন,তার মত এমন কাজ করার প্রত্যয় নিয়ে অতীতে আর কেহ আসে নাই।
তারা আরও বলেন আঃ মালেক যে ভাবে মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন,জনগণের অতি নিকটে এসে কূশল বিনীময় ভাল মন্দ,সালাম বিনীময় ও জনগণ চলাফেরার জন্য রাস্তা ঘাট স্বংস্করণের কাজ করে যাচ্ছেন। আমরা
তার জন্য মন থেকে দোয়া করি যেন সে আজিবন মানুষের সেবা করে যেতে পারেন ও তার মনের আশা আকাংখা আল্লাহ তাআলা পূরণ করেন।
এ বিযয়ে আঃ মালেক মন্ডলের নিকট জানতে চাইলে তিনি বলেন আমি মায়ের আদেশে জনগণের কল্যাণে কাজ করার জন্য মাঠে নেমেছি সকল জনগণের মাঝে একজন ভালো প্রতিনিধি হওয়ার জন্য।