বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৭:৩৫ পূর্বাহ্ন
বিরামপুর থেকে মোঃ রেজওয়ান আলী-
দিনাজপুর বিরামপুরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার খাতা মূল্যায়নে নার্সারী পড়ুয়া ছাএ। দ্বায়িত্ব রত শিক্ষক তার কর্তব্যের কথা ভূলে গিয়ে পরিক্ষার খাতা না দেখিয়ে অন্যের বাড়ির শিশুকে দিয়ে উৎকোষের বিনিময়ে মূল্যায়নের দ্বায়িত্ব দিয়েছেন মর্মে অভিযোগ ওঠেছে।
গোপন সূত্রে এ খবর পাওয়ায় বিরামপুর উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর আলম ও যুব উন্নয়ন অফিসার জামিল উদ্দিন সরকার পুলিশসহ জিয়াউর রহমানের বাড়ি থেকে জেএসসি পরীক্ষার ১০০টি খাতা জব্দ করেন।
খবর ছড়িয়ে পড়লে এলাকার শিক্ষকদের মাঝে ক্ষোভ ও অভিভাবকদের মাঝে বিস্ময়ের সৃষ্টি হয়।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর আলম জানান,জব্দকৃত খাতা সীলগালা করে থানায় জমা দেওয়া হয়েছে। থানার ওসি মনিরুজ্জামান জানান,খাতাগুলো হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক জাহাঙ্গীর বাদশা রনি জানান, এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম বিকেলে থানায় সাধারন ডাইরি করেছেন ডাইরি নং-১০০৫।
উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান জানান,এবিষয়ে তিনি দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে কথা হয়েছে তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। তবে জব্দকৃত খাতার পরীক্ষার্থীদের মূল্যায়ন বা ফলাফলে কোন অসুবিধা হবেনা বলে জানান। দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক জানান,সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে ভবিষ্যতে আর কেহ যেন এমন কাজ করতে না পারে।